মুন্সীগঞ্জ প্রতিনিধি:
চাকরি বাঁচাতে করোনা পরিস্থিতির মধ্যে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরের নিজ নিজ কর্মস্থলে ছুটছেন শ্রমজীবী মানুষ। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে ছিলো শ্রমজীবী মানুষের ঢল।
তবে সড়কে গণপরিবহন না থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহন পাল্টে কর্মস্থলে ছুটছেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, 'সকাল থেকে প্রচুর মানুষ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ফেরিতে ছিলো প্রচণ্ড ভিড়। শতশত শ্রমজীবী মানুষ নদী পার হয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।'
নদী পাড় হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। বন্ধ রয়েছে গণপরিবহন, তাই বাধ্য হয়ে ছোট ছোট যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বলেন, গণপরিবহন বন্ধ রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার করেছি। রাতেই ট্রাকগুলো বেশি পাড়াপাড় হচ্ছে।
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            