ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে ইরানে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল (বিষাক্ত মদ) পান করে ৭২৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মদ্য পানে ৭২৮ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। গত বছর একই সময়ে দেশটিতে অ্যালকোহল পানে মারা গিয়েছিলো ৬৬ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, এই বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়েছেন ৫ হাজার ১১ জন। এদের মধ্যে ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। তারা ভেবেছিলো, এই মদ খেলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৭৭ জনের।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.