আন্তর্জাতিক ডেস্ক:
মালদ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক বাংলাদেশি মারা গেছেন।
৫ মে মঙ্গলবার রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মালদ্বীপের ইংরেজি দৈনিক সান বলছে, করোনায় আক্রান্ত এক বাংলাদেশির শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে তিনি মারা যান।
এর আগে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বাংলাদেশি ওই প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
গত ২৯ এপ্রিল মালদ্বীপে প্রথমবারের মতো দেশটির এক নাগরিকের প্রাণহানি ঘটে করোনায়। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন, যাদের অধিকাংশই প্রবাসী।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.