নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা আটজনের বেশি হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৫১ জন।
শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ গণ্টায় ১১৯ ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪ দশমিক ১৩ হয়েছে। এ পর্যন্ত ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এদের সাতজনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।
এছাড়া গত একদিনে ৮২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ১৯৬৬ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।
সান নিউজ/আরআই
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.