বাণিজ্য

করোনার বছরেও বেড়েছে ব্যাংক আমানত

রাসেল মাহমুদ : করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন শুরু হলে মানুষ সঞ্চিত অর্থ দিয়ে দৈনন্দিন জীবন নির্বাহ করেছে। লকডাউন পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মানুষ খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করেন। তার ফলও পাওয়া যাচ্ছে। এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৫২২ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোয় মোট আমানতের পরিমাণ ছিল ১২ লাখ ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মানুষের মাঝে সঞ্চয়ের মনোভাব বেড়েছে। বিশেষ করে করোনা ভাইরাস মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বাড়িয়ে দিয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৫২২ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোয় মোট আমানতের পরিমাণ ছিল ১২ লাখ ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর আমানতের বিপরীতে মোট ঋণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫ হাজার ৬৮১ কোটি টাকা। ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ৭ দশমিক ৭৮ শতাংশ ও আমানত বেড়েছে ১২ দশমিক ৭৯ শতাংশ।

সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, গত বছরের শুরুতে হঠাৎ করে দেশে করোনা ছড়িয়ে পড়লে তারা দিশেহারা হয়ে পড়েন। লকডাউনের কারণে চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। এ জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই অর্থ সঞ্চয়ে মনোযোগ দিচ্ছেন।

তবে দেশের বেশিরভাগ মানুষেরই আয় কমেছে বলে মনে করছেন বিশষজ্ঞরা। তারা বলছেন, কিছু মানুষ হয়তো আয় থেকে নিয়মিত খরচ নির্বাহ করে কিছুটা সঞ্চয় করতে পারছেন। কিন্তু দেশিরভাগ মানুষেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

এদিকে সানেম ও এ্যাকশনএইড পরিচালিত একটি জরিপে উঠে এসছে ২০১৯ থেকে ২০২০ সালে মজুরিভিত্তিক শ্রমিকের আয় কমেছে ৭০ শতাংশ। এ সময়ে শুধু ২.২৭ শতাংশ শ্রমিকের আয় বেড়েছে। মজুরিভিত্তিক শ্রমিকের মধ্যে ২৮ শতাংশের আয়ে কোনো ধরনের পরিবর্তন আসেনি। অবশ্য জরিপটি শুধু চারটি জেলায় পরিচালিত হয়েছে।

সাননিউজ/আরএম/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা