আন্তর্জাতিক

করোনাভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস ছড়িয়ে দেয়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মেতেছে চীন ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে উল্লেখ করার সঙ্গে সঙ্গেই এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার রাতে ট্রাম্প এক টুইটে করোনাভাইরাসকে ‘কোভিড-১৯’ না বলে ‘চাইনিজ ভাইরাস’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, চীনা এ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনসসহ অন্যান্য সব ইন্ডাস্ট্রির পাশে যুক্তরাষ্ট্র অবিচলভাবেই দাঁড়াবে।” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে অভিযোগ করে বলেছিলেন, বাইরে থেকে ভাইরাসটি যুক্তরাষ্ট্রে ঢুকেছে। কিন্তু সোমবারের টুইটে তিনি সরাসরি এ ভাইরাসকে চীনা তকমা দেন।

এরপরই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “চীনকে অপবাদ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজের চরকায় তেল দেওয়া।”

এর আগে গত সপ্তাহে এ ভাইরাস ছড়ানোর জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একটি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই এ ভাইরাস চীনের ওই অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলবও করে।

চীনের এই অভিযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করতে বলেন।

এদিকে ট্রাম্পের এমন কটাক্ষপূর্ণ টুইট ‘চীনকে কলঙ্কিত করার সামিল’ বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং।

তিনি বলেন, “আমরা চাই যুক্তরাষ্ট্র এ ভুল শুধরাক এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা বন্ধ করুক।”

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন তা বর্ণবাদী এবং বিদ্বেষমূলক। এতে করে রাজনীতিবিদদের ‘দায়িত্বজ্ঞানহীনতা’ এবং ‘অদক্ষতার’ পরিচয়ই ফুটে উঠেছে। আর ভাইরাসটি নিয়েও আতঙ্ক বাড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

নভেল করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রথম ঘটেছিল ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহানে। এরপর থেকেই এ ভাইরাস ছড়ানো নিয়ে চীন-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দোষারোপ চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম...

গুপ্ত সংগঠন কর্তৃক পরিবেশ বিনষ্ঠের প্রতিবাদে বিক্ষোভ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক...

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্...

তপু ও ধলা পাহাড়ের হৃদয়স্পর্শী সম্পর্ক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) মাজারের দিঘিতে থাকা কুমিরের সম্পর্কে। ম...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা