আন্তর্জাতিক
সিএনএনের প্রতিবেদন

করোনাভাইরাসের উৎসের তদন্তে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের উত্পত্তি কিভাবে হলো, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে সমালোচকেরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই চীনকে চাপে ফেলার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে এরই মধ্যে কয়েকটি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।

তবে গোয়েন্দা সংস্থাগুলো এখনো এ তত্ত্বের সমর্থনে পর্যাপ্ত তথ্য পায়নি বলে কয়েক জন কর্মকর্তা সম্প্রতি সিএনএনকে জানিয়েছে।

গত মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মিলে করোনা ভাইরাসের উত্স অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের জোর তত্পরতার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, এখনই সিদ্ধান্ত টানা ঠিক হবে না, তবে এই মুহূর্তে আমি বলতে পারি, তথ্য-প্রমাণ এটিকে (ভাইরাসের উত্স) প্রাকৃতিক বলেই ইঙ্গিত দিচ্ছে। যদিও আমরা পুরোপুরি নিশ্চিত নই।’

মার্কিন গোয়েন্দারা যে ভাইরাসের উত্স অনুসন্ধানে কাজ করছে সংবাদ সম্মেলনে ট্রাম্পও তা স্বীকার করেন। যদিও এখন পর্যন্ত অনুসন্ধানে কী পাওয়া গেছে, তা বলতে রাজি হননি তিনি।

করোনা ভাইরাসের উত্স নিয়ে বিশ্ব জুড়ে যত ধরনের গুঞ্জন রয়েছে, তার মধ্যে চীনের পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়া সংক্রান্ত তত্ত্ব নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, উহানের একটি ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাসের উত্পত্তি হয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়, ইনস্টিটিউট অব ভাইরোলজির যে ল্যাবে ভাইরাস নিয়ে গবেষণা করা হয়েছে সেখানে নিরাপত্তায় ঘাটতি ছিল এবং কেউ একজন আক্রান্ত হয়ে পড়েছিল। ঐ আক্রান্ত ব্যক্তি আবার পার্শ্ববর্তী কাঁচাবাজারে যাওয়ার পর ভাইরাসটি ছড়াতে শুরু করে।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস যে মানুষ থেকে মানুষে ছড়ায়, সে তথ্য দ্রুত প্রকাশ করতে ব্যর্থ হয়েছে চীনা কর্তৃপক্ষ।

তবে চীন শুরু থেকেই তাদের পরীক্ষাগারে ভাইরাসটির উত্পত্তি সংক্রান্ত ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নাকচ করে আসছে।

যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। আক্রান্ত ও মৃতের সংখ্যার বিচারে এই ভাইরাসের সবচেয়ে বড়ো শিকার দেশটি।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্পের সমালোচনা চাপা দিতে তার সমর্থক ও রিপাবলিকান প্রতিনিধিদের কয়েকজন চীনের বিরুদ্ধে এ ‘ষড়যন্ত্র তত্ত্বে’ হাওয়া দিচ্ছেন বলেও অভিযোগ আছে।

ট্রাম্পের সমালোচকেরা বলছেন, নিজের ব্যর্থতা ঢাকতে চীনকে দায়ী করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ভাইরাস শনাক্তকরণ ও মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে চীনের সক্ষমতা বেশি এমনটা প্রমাণ করার প্রচেষ্টায় এ কাজ করেছে বেইজিং।

করোনা ভাইরাসের উত্পত্তি কীভাবে, তা নিয়ে এখনো গবেষণা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের একটি বড়ো অংশ মনে করে কোভিড-১৯-এর উত্পত্তি বাদুড় থেকে। এরপর অন্য কোনো মাধ্যম হয়ে তা মানুষের শরীরে প্রবেশ করেছে। সুত্র: সিএনএন

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নুশিনের নতুন গান

বিনোদন ডেস্ক: মুক্তি পেতে চলেছে ন...

লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

সিরিজ বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ...

বোয়ালমারীতে নৌকা বাইচ ও গ্রামীণ মেলা 

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্...

নির্বাচনে ভিসা নীতি কোনো প্রভাব ফেলবে না

জেলা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা....

ভিসানীতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের বিচলি...

ঢাকা ছাড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট...

রায়পুরে শেখ রাসেল স্মার্ট লাইব্রেরি উদ্বোধন

আহমাদ শেখ ফরিদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জ...

সচিব হলেন জাকিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক: সরকার শিল্প মন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা