স্পোর্টস ডেস্ক:
মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সকল খেলাই স্থগিত রয়েছে। এই ভাইরাসের কারণে বড় সব ক্রীড়া আসর বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। তবে স্পেনে করোনা ভাইরাসের পরিস্থিতি উন্নতি হওয়ায় মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা করছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
এজন্য স্পেনের ক্রীড়া পরিষদের কাছে অনুমতিও চাওয়ায় তাতে রাজিও হয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ (সিএসডি)।
তবে অনুশীলনে শর্ত জুড়ে দিয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ। সবধরনের প্রটোকল মেনে অনুশীলন করতে পারবে লা-লিগার দলগুলো।
সিএসডি এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস পরিস্থিতি যাচাই করেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটির অনুমতি দিলেই অনুশীলন করতে পারবে এবং কঠোর স্বাস্থ্য প্রটোকল অনুসরণ করতে হবে’। তবে অনুশীলন কবে নাগাদ শুরু করা যাবে, এমন কোন ধারনা দেয়নি সিএসডি।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে স্পেনে ২০ হাজার ৮শ মানুষের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে আছে স্পেন। সবার উপরে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে ইতালি।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.