আন্তর্জাতিক ডেস্ক:
কণ্ঠস্বরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কি না তা যাচাই করবে একটি অ্যাপ।
সম্প্রতি ইসরায়েলের ‘স্টার্ট-আপ নেশন সেন্ট্রাল’ নামের একটি সংস্থা ‘দি শিল্ড’ এই অ্যাপটি তৈরি করেছে। এরইমধ্যে তথ্য-প্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের ওপর তারা এই অ্যাপটির মাধ্যমে পরীক্ষাও চালিয়েছেন।
গবেষণায় দেখা গেছে, কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার কণ্ঠস্বর এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে বোঝা যাবে তিনি করোনায় সংক্রামিত কি না।
ইতোমধ্যে ইসরায়েলে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। স্টার্ট-আপের তরফে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের ওপরও পরীক্ষা চালানো হয়েছে।
গবেষণায় ওই সব রোগীর শ্বাস-প্রশ্বাসের গতিবিধি এবং কণ্ঠস্বরের উল্লেখ্যযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। করোনা আক্রান্ত রোগীদের সব তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। যাতে পরবর্তীকালে ওই তথ্যের ওপর ভিত্তি করে সহজেই বোঝা যায় যে, অন্য কোনও ব্যক্তি এ মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন কি না।
শুধু তাই নয়, এ অ্যাপের মাধ্যমে যে কেউ তার কণ্ঠস্বর রেকর্ড করে গবেষকদের কাছে পাঠাতে পারবেন।
সেটি পরীক্ষা করে গবেষকরা জানিয়ে দেবেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কি না।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.