নিজস্ব প্রতিবেদক:
এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। এরইমধ্যে মোট ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আর মাত্র দুটি খুঁটির কাজ শেষ হলেই পদাসেতুর সবগুলো খুঁটি বসানোর কাজও শেষ হয়ে যাবে। তারপরই স্প্যান বসানোর জন্য প্রস্তুত হয়ে যাবে পুরোপুরি।
এদিকে ৪১টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে ২৫টি। আগামী ১০ মার্চ মঙ্গলবার সকালে ২৬তম সেতুর স্প্যান বসানো হবে।
জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর ৮ মার্চ রবিবার ২৬তম স্প্যান বসানো হবে বলে জানায় সেতু ভবন। এই স্প্যান স্থাপন এতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে একসঙ্গে ১৪টি স্প্যান দৃশ্যমান হবে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মাসেতুর ৪১টি স্থানের মধ্যে মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে ১২টি এবং জাজিরা প্রান্তে ১৩টি স্প্যান বসে আছে। জাজিরা প্রান্তে ২৯ নম্বর থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত এই ১৩টি স্প্যান বসানো হয়েছে।
আর মাওয়া প্রান্তে ৫ থেকে ৭ নম্বর পর্যন্ত ২টি, ১৩ থেকে ১৯ নম্বর পর্যন্ত আরও ৬টি এবং ২১ থেকে ২৫ পর্যন্ত ৪টিসহ ১২টি স্প্যান বসানো হয়েছে।
পদ্মাসেতু প্রকল্প কর্মকর্তারা জানান, সেতুর আর মাত্র দুটি খুঁটির শেষদিকের কাজ বাকি। ২৬ এবং ২৭ নম্বর খুঁটির কাজ চলছে। অন্যদিকে গতকাল গভীর রাতে মাওয়া প্রান্তে ১০ খুঁটির কাজ শেষ হয়।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, মূল নদীর সবগুলো পিয়ারের কাজ শেষ। যে দুটি খুঁটি বাকি রয়েছে (পিয়ার-২৬ এবং ২৭) তা চরের মধ্যে বিআইডব্লিউটিএর ক্রসিং চ্যানেলে রয়েছে। এ দুটি খুঁটির কাজও শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে।
পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তারা জানান, এপ্রিলের মধ্যে পদ্মাসেতুর বাকি দুটি খুঁটি আর জুলাই মাসের মধ্যে সবগুলো স্প্যান বসিয়ে দেবেন তারা।
এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা পদ্মাসেতু দৃশ্যমান হবে। তখন চলবে সেতুর ওপর সড়ক তৈরির কাজ।
এরইমধ্যে শরীয়তপুরের জাজিরা অংশ থেকে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় এক কিলোমিটার এর কাছাকাছি সড়ক নির্মাণ করা হয়।
আগামীবছরের মাঝামাঝিতে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেওয়ার কথা রয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.