নিজস্ব প্রতিবেদক:
করোনা পরবর্তী সময়ে বিশ্বে যদি দুর্ভিক্ষ দেখা দেয় তবে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের মাটি উর্বর, রয়েছে মানব সম্পদ। এই দুইকে কাজে লাগালে দুর্ভিক্ষ মোকাবেলা করা কঠিন হবে না। এজন্য যে যেভাবে পারেন গাছ লাগান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন কিভাবে দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়। আমরাও তার দেখানো পথ ধরেই এই সংকট কাটিয়ে তুলবো।
প্রধানমন্ত্রী আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর পুরো পৃথিবী দুর্ভিক্ষে পরেছিল। এবার করোনায় আবারও হয়তো সমগ্র বিশ্ব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। তাই সকলে কৃষি কাজের সাথে যুক্ত হন। তাই আমি কৃষিমন্ত্রীকে নির্দেশ দিয়েছি তিনি এই কাজে সবাইকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, 'এই ছুটিতে আমরা অনেকেই গ্রামের বাড়ি গিয়েছি। আমাদের বাড়ির আঙ্গিনার খালি যায়গায় আমরা গাছ লাগাবো। যার পুকুর রয়েছে মাছ চাষ করি, পশু পালন করি যাতে করে আমরা এই সংকট কাটিয়ে তুলতে পারি।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, 'তাহলে আমরা দেশের খাদ্য ঘাটতি মিটিয়ে অন্য দেশকেও সাহায্য করতে সক্ষম হবো।'
Newsletter
Subscribe to our newsletter and stay updated.