ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ (বিএসআরএফ) এই মতবিনিময়ের আয়োজন করে।
আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খেলাটা যদি খেলার জায়গায় রাখা যেত, তাহলে ভালো হতো। কিন্তু দুঃখজনকভাবে খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, সাধারণভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে তা কমিয়ে আনার কথা বলা হয়। কিন্তু এ ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে দেখা গেছে। এতে দেশের মানুষের মনে আঘাত লেগেছে এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকেও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাননিউজ/আরপি