খেলা

অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশের স্থান

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ সুপার লিগে দুর্দান্ত শুরু হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতায় পূর্ণ ৩০ পয়েন্ট পকেটে পুরেছে টাইগাররা। এতে করে লিগ টেবিলে অস্ট্রেলিয়ার পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আট দল। বাছাইপর্বের পরীক্ষায় পড়তে না হলে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে আটে থাকতেই হবে। এমন কঠিন চ্যালেঞ্জে সহজ শুরু হলো টাইগারদের।

বিশ্বকাপ সুপার লিগে বর্তমানে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন ম্যাচ খেলে সব কটিতেই জিতে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট এখন ৩০।

সমান ৩০ পয়েন্ট আছে ইংল্যান্ডেরও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় ইংলিশরা বাংলাদেশের পেছনে তিন নম্বরে। দলগুলোর মধ্যে বাংলাদেশের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.৮৯৩)। ইংল্যান্ডের নেট রানরেট +০.৭৯।

বাংলাদেশ-ইংল্যান্ডের পর চতুর্থ অবস্থানে পাকিস্তান। ৩ ম্যাচে তাদের ২০ পয়েন্ট। ২ ম্যাচে ২০ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় আফগানিস্তান পাঁচ নম্বরে।

জিম্বাবুয়ে ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, আয়ারল্যান্ড ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম, ভারত ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে (স্লো ওভার রেটের কারণে এক পয়েন্ট কাটা গেছে) অষ্টম অবস্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে তিন ম্যাচেই হারায় কোনো পয়েন্ট পায়নি, তারা আছে ৯ নম্বরে।

বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল চারটি করে তিন ম্যাচের ‘হোম অ্যান্ড এওয়ে সিরিজ’ খেলবে। ১২ দলের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলতে পারবে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষ বাকি সাত দল তাদের সঙ্গে সরাসরি যোগ দেবে।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিল

১. অস্ট্রেলিয়া- ৬ ম্যাচে ৪০ পয়েন্ট (+০.৩৪৭)

২. বাংলাদেশ- ৩ ম্যাচে ৩০ পয়েন্ট (+১.৮৯৩)

৩. ইংল্যান্ড- ৬ ম্যাচে ৩০ পয়েন্ট (+০.৭৯)

৪. পাকিস্তান- ৩ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৭৪১)

৫. আফগানিস্তান- ২ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৪৩৮)

৬. জিম্বাবুয়ে- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৭৪১)

৭. আয়ারল্যান্ড- ৫ ম্যাচে ১০ পয়েন্ট (-১.১৭৫)

৮. ভারত- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৬৯৩)

৯. ওয়েস্ট ইন্ডিজ- ৩ ম্যাচে ০ পয়েন্ট (-১.৮৯৩)

বাকি দলগুলো এখন পর্যন্ত সুপার লিগে কোনো ম্যাচ খেলেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দি...

বিএনপির এক নেতা আরেক নেতাকে বললেন সন্ত্রাসের গডফাদার–চাঁদাবাজ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা