বাণিজ্য

কমে আসছে পেঁয়াজ ও রসুনের দাম

নিজস্ব প্রতিবেদক:

ভারত রফতানি বন্ধের আদেশ তুলে নেয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এদিকে বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। বিশ্ববাজার এর প্রভাবে টালমাটাল। এতো ঝুঁকির মধ্যেও সুখবর হলো নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ ও রসুনের দাম কমতে শুরু করেছে। এরইমধ্যে পেঁয়াজের দাম কমে তিন ভাগের এক ভাগে চলে এসেছে।

১৩ মার্চ শুক্রবার কাওরান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই তথ্য পাওয়া গেছে। বেশিরভাগ খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ।

গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বাজারে শাক-সবজির দাম কিছুটা কমেছে। তবে বাড়তির দিকে রয়েছে চাল-তেল ও চিনির দাম।

রাজধানীর কাওরান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৬০ টাকার কাছাকাছি।

বাজারে দেশি রসুনের দামও পর্যায়ক্রমে কমে এসেছে। প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আগের সপ্তাহে এই রসুন ৮০ টাকা দরে কেজি বিক্রি হয়। এছাড়া আমদানিকৃত রসুন ১৮০ টাকা কেজির স্থলে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের এই দাম কমার বিষয়ে ব্যবসায়ী আসাব আলী বলেন, পেঁয়াজের দাম অনেক দিন মানুষকে ভুগিয়েছে। তবে চাষিরা মার খাবেন। কারণ চাষিদের ধারণা ছিল পেঁয়াজের কেজি ৬০ টাকার ওপরে বিক্রি করতে পারবেন, কিন্তু এখন পেঁয়াজের কেজি ৩০ টাকার কাছাকাছি চলে এসেছে। সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী সহিদ বলেন, এখন পেঁয়াজের দাম প্রতিদিনই কমছে। আমাদের কাছে যে পেঁয়াজ আছে তা বেশি দামে কেনা। এই পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি করার সুযোগ নেই।

এদিকে শব্জি বাজারের অবস্থা বেশ সহনীয় পর্যায়ে আছে। বাজারে গত সপ্তাহের মতোই করলার কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বরবটির কেজি ৮০-১০০ টাকা।

মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা পিস। শসা ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ৩০-৪০, শিম ৩০-৪০, ফুলকপি-বাঁধাকপির পিস ৩০-৩৫, গাজর ২০-৩০, শালগম ২৫-৩০ টাকা। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এছাড়া মুলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা করে। যা এক সপ্তাহ আগেও ছিল ৩০-৩৫ টাকা।

গত সপ্তাহে প্রতি কেজি ৪০-৫০ টাকা করে বিক্রি হওয়া বেগুন ১০/২০ টাকা কমে ৩০ টাকায় নেমেছে। পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখ...

চাকরি হারিয়ে জি-নাইন কলা চাষে ভাগ্যবদল  

বাগেরহাটের ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষ করে আলোচনায় এসেছেন স...

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন।

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকাল মাদ...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন।

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকাল মাদ...

চাকরি হারিয়ে জি-নাইন কলা চাষে ভাগ্যবদল  

বাগেরহাটের ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষ করে আলোচনায় এসেছেন স...

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা