বাণিজ্য

কমে আসছে পেঁয়াজ ও রসুনের দাম

নিজস্ব প্রতিবেদক:

ভারত রফতানি বন্ধের আদেশ তুলে নেয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এদিকে বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। বিশ্ববাজার এর প্রভাবে টালমাটাল। এতো ঝুঁকির মধ্যেও সুখবর হলো নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ ও রসুনের দাম কমতে শুরু করেছে। এরইমধ্যে পেঁয়াজের দাম কমে তিন ভাগের এক ভাগে চলে এসেছে।

১৩ মার্চ শুক্রবার কাওরান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই তথ্য পাওয়া গেছে। বেশিরভাগ খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ।

গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বাজারে শাক-সবজির দাম কিছুটা কমেছে। তবে বাড়তির দিকে রয়েছে চাল-তেল ও চিনির দাম।

রাজধানীর কাওরান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৬০ টাকার কাছাকাছি।

বাজারে দেশি রসুনের দামও পর্যায়ক্রমে কমে এসেছে। প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আগের সপ্তাহে এই রসুন ৮০ টাকা দরে কেজি বিক্রি হয়। এছাড়া আমদানিকৃত রসুন ১৮০ টাকা কেজির স্থলে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের এই দাম কমার বিষয়ে ব্যবসায়ী আসাব আলী বলেন, পেঁয়াজের দাম অনেক দিন মানুষকে ভুগিয়েছে। তবে চাষিরা মার খাবেন। কারণ চাষিদের ধারণা ছিল পেঁয়াজের কেজি ৬০ টাকার ওপরে বিক্রি করতে পারবেন, কিন্তু এখন পেঁয়াজের কেজি ৩০ টাকার কাছাকাছি চলে এসেছে। সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী সহিদ বলেন, এখন পেঁয়াজের দাম প্রতিদিনই কমছে। আমাদের কাছে যে পেঁয়াজ আছে তা বেশি দামে কেনা। এই পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি করার সুযোগ নেই।

এদিকে শব্জি বাজারের অবস্থা বেশ সহনীয় পর্যায়ে আছে। বাজারে গত সপ্তাহের মতোই করলার কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বরবটির কেজি ৮০-১০০ টাকা।

মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা পিস। শসা ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ৩০-৪০, শিম ৩০-৪০, ফুলকপি-বাঁধাকপির পিস ৩০-৩৫, গাজর ২০-৩০, শালগম ২৫-৩০ টাকা। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এছাড়া মুলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা করে। যা এক সপ্তাহ আগেও ছিল ৩০-৩৫ টাকা।

গত সপ্তাহে প্রতি কেজি ৪০-৫০ টাকা করে বিক্রি হওয়া বেগুন ১০/২০ টাকা কমে ৩০ টাকায় নেমেছে। পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

অস্ত্রসহ গ্রেপ্তার হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী 

শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ...

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইস...

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা