নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠির তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
আরও পড়ুন : জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি
মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে একথা বলেন ইসি সচিব।
ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এ বিষয়ে ইসি কনসার্ন কি? তফসিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না। ডোনাল্ড লুর চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।
আরও পড়ুন : নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।
সান নিউজ/এসকে/এমআর