নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ধর্মীয় নেতারা সাক্ষাৎ করেছেন। এতে তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন : বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে ইউনিসেফ
রোববার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় এ সাক্ষাতের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু নেতারা হেট ক্রাইম আইন পাসের সুবিধার্থে পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা চান। তারা গত বছর দুর্গাপূজা উদযাপনের জন্য বিশেষ করে নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২৩ সালে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারকে অনুরোধ জানায়।
আরও পড়ুন : পুলিশের ওপর ভিসা নীতির প্রভাব পড়বে না
সেখানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক গণতান্ত্রিক নেতা ড. দিলীপ নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ড. দ্বিজেন ভট্টাচার্য, ইউএসএ (বিএইচবিসিইউসি, ইউএসএ) এর সাধারণ সম্পাদক ড. টমাস দুলু রায় প্রমুখ।
সান নিউজ/এমএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            