জাতীয়

সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে নিহতের নাম হামিদা বেগম (৫০)। এ ঘটনায় তার আত্মীয় রাজমিস্ত্রি মো. রানা (২৫) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক হামিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত রানার ছোট ভাই মোহাম্মদ হোসাইন বলেন, মৃত হামিদা বেগম আমার ও রানার বড় ভাই কাউসারের শাশুড়ি। তার নুর আমিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে থাকেন।

তিনি জানান, স্বামী নুর আমিন অসুস্থ থাকায় তাকে দেখতে মিরপুরের রূপনগরের বাসা থেকে গত সপ্তাহে গ্রামের বাড়ি গিয়েছিলেন হামিদা। সেখান থেকে রূপনগরের বাসায় ফিরছিলেন। মিরপুর ১০ নম্বরে গাড়ি থেকে নেমে রিকশায় করে রানার সঙ্গে বাসায় ফিরছিলেন। স্টেডিয়ামের পশ্চিম পাশে তাদের রিকশাকে পেছন থেকে সিএনজি ধাক্কা দেয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত রানাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামিদা বেগম রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন মেয়ে এক ছেলে সন্তানের মা ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা