জাতীয়

শনিবার বিমানবন্দরে কোভিড পরীক্ষা চালু নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা চালু হওয়ার কথা। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে। মেশিন বসানোর কাজ এগিয়ে চললেও শেষ হবে কি না, এখনো বলা যাচ্ছে না। তবে শনিবার চালু হবে কি না, সেটি আজ রাতেই জানা যাবে।

ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, কাজ চলছে। তবে আগামীকাল পুরোপুরি চালু হবে কি না, তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। আমরা চেষ্টা করছি।

শুক্রবার (২৫ সেপ্টম্বর) গ্রেফতার দুপুর ১২টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় মন্ত্রী বলেন, রাতের মধ্যে ট্রায়াল রান করবে। আগামীকাল শনিবার থেকে হয়তো আরম্ভ হবে এবং এদিনই ফ্লাইট চালু হবে। এমনিতেই তো সময় অনেক লেগেছে, কিন্তু কাজের সময় খুব কম লাগছে।

তাড়াতাড়ি করার ক্ষেত্রে অস্বচ্ছতা হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, আশা করি কোনো ধরনের গাফিলতি হবে না। তবে এটি মনিটরিং করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ ছাড়া একটি টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখবে। র‍্যাপিড পিসিআর কিংবা নরমাল হোক, ব্যাপার হলো আরব আমিরাত সরকার কী চায় সেটাই বড় বিষয়। এটা তো আমাদের সমস্যা না। যেটা তারা চাইবে সেটাই হবে। বিষয় হলো দ্রুত চালু করা। সিনোফার্মের টিকা নেওয়া সৌদি আরবের যাত্রীদের বুস্টার ডোজের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে তারাই সেটি বলতে পারবে।

এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষায় অনুমোদন পাওয়া ছয়টি ল্যাবে দিনে এক হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্টেমজ হেলথ সেন্টারের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান। তিনি বলেন, `ছয়টা ল্যাবের ১২টা মেশিনে একসঙ্গে পরীক্ষা করা যাবে। আগামীকালই আমরা চালুর চেষ্টা করছি। প্রতিবার ৯৪টি নমুনা পরীক্ষা হবে। ফল দিতে সময় লাগবে তিন ঘণ্টার মতো। দিনে ১ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছি।'

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প...

 রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা