জাতীয়

বোট ক্লাব ‘ভূতের বাড়ি’

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এখন আলোচনায় ঢাকা বোট ক্লাব। সেই সাথে এখন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে ঢাকা বোট ক্লাব এবং আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

গত ৮ জুন রাতে এই ক্লাবেই ব্যবসায়ী নাসির উদ্দিন ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পরীমণির। এ অভিযোগে তিনি মামলাও দায়ের করেছেন। এরপর থেকেই পরীমণি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও এই ঢাকা বোট ক্লাব টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে বিরুলিয়া ব্রিজের একটু পরেই তুরাগ নদীর তীর ঘেঁষে এই বোট ক্লাবের অবস্থান।

এ বছরের ফেব্রুয়ারি মাসে চালু হয় ক্লাবটি

এ বছরের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া ক্লাবটি প্রায় প্রতিদিনই পার্টি মুডে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। দামি দামি গাড়ি হাঁকিয়ে ধনীরা এখানে আসতেন আনন্দ উৎসবে মাততে। তবে এখন পরিস্থিতি একেবারে অন্যরকম। সুনসান নীরবতা এখন ক্লাব আঙিনায়। অনেকটা ভূতের বাড়ির নির্জন পড়ে আছে ক্লাবটি।

সেখানকার নিরাপত্তা কর্মীদের ভাষ্য মতে, ক্লাবটি প্রতিদিন সাধারণত বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকে।

তবে স্থানীয়রা বলছেন, কখনও কখনও এটি গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে মানুষের আনাগোনা থাকে বেশি।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে বিরুলিয়া ব্রিজের একটু পরেই তুরাগ নদীর তীর ঘেঁষে এই বোট ক্লাবের অবস্থান।

আজ (মঙ্গলবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ক্লাবের সামনে অবস্থান করে দেখা গেছে, ক্লাবটিতে কেউ বা কোনো গাড়ি প্রবেশ করেনি। প্রধান সড়কের পাশে গেটে শুধুমাত্র দুজন নিরাপত্তাকর্মীকে বসে থাকতে দেখা গেছে।

একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদস্য ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ভেতরে এখন কেউ নেই। সিকিউরিটি ইনচার্জও নেই। আর ভেতরে কী হয়, না হয় সে বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা তো থাকি বাইরে। তবে দুদিন ধরে লোকজন কম আসছে। অনেকটা বন্ধের মতোই আছে ।

ক্লাবটির সামনের রাস্তার বিপরীতে থাকা মেট্রোরেল প্রজেক্টের এক কর্মী বলেন, ‘এখানে প্রায় প্রতিদিনই বিকেল থেকে দামি দামি গাড়িতে করে লোকজন আসে। অনেক রাত পর্যন্ত থাকে। ভেতরে কী করে জানি না।

আমাদের তো আর ভেতরে ঢুকতে দেয় না। অনেক মেয়ে-ছেলে আসে। হয়তো পার্টি-টার্টি করে। পরীমণির ঘটনার পর জানলাম এখানে তারা মদ খায়।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা