নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ডিপ্লোমেটিক জোনের বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজল হোসেন পলাশ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে তালিকার শীর্ষে ঢাকা
সোমবার (১০ মার্চ) দুপুর ১টায় গুলশান থানা পুলিশ শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করেছে।
ধর্ষণের শিকার শিশুর মার বরাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন জানান, রোববার রাত সাড়ে ১১টায় অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি তার মায়ের কাছে এই বিষয়টি জানালে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে গুলশান থানায় এসে অভিযুক্ত সজলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর পরে পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য আজ দুপুরে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ