নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে চাকরি জাতীয়করণের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এ কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে এই সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
আরও পড়ুন: ড. ইউনূস-রাজনৈতিক দলের সংলাপ
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, শনিবার সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে তারা শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। এ সময় তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            