সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পল্ল­বীতে কাঠমিস্ত্রি রাসেল দাস (২৭), তার সহকারী আলাউদ্দিন (১৭), ভাষানটেকে নির্মাণ শ্রমিক আব্দুর নূর (৩৫) ও কোতোয়ালিতে রংমিস্ত্রি আইউব আলী (৪৫)।

আরও পড়ুন : চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল

শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশসহ সংশ্লিষ্টরা। অন্যদিকে গুলিস্তানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া কাঠমিস্ত্রি রাসেলের ভায়রা ভাই সুমন দাস জানান, রাসেল চট্টগ্রামের পটিয়া উপজেলার রতন দাসের ছেলে। বর্তমানে বাউনিয়াবাদ আজিজ মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার ১৭ মাস বয়সি একটি ছেলে রয়েছে। রাসেলের সহযোগী আলাউদ্দিন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। বাউনিয়ার আজিজ মার্কেট এলাকায় থাকতেন।

আরও পড়ুন : অশুভ শক্তি কোটাবিরোধীতায় নেমেছে

সুমন দাস জানান, বাউনিয়া আজিজ মার্কেটে খাদিজা ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রির কাজ করতেন রাসেল। প্রবল বৃষ্টিতে কারখানায় পানি ঢুকে ফার্নিচার ডিজাইনের একটি ভারী মেশিং ভিজে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাসেল ও সহকারী আলাউদ্দিন মেশিনটি সরাতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দুপুরের দিকে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্ল­বী থানা পুলিশ দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢামেকের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার এসআই রাজিব ঢালী জানান, শুক্রবার সকালে সিএমএম কোর্টের পাশে গলিতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন আইউব আলী। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। আইউব আলী পিরোজপুর সদর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে। সুত্রাপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

আরও পড়ুন : রাজধানীতে প্রাইভেটকারে আগুন

ভাষানটেক থানার এসআই প্রণয় কৃষ্ণ মন্ডল জানান, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে উত্তর ভাষানটেকে বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজমিস্ত্রি আব্দুর নূর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আব্দুল আজিজের ছেলে। ভাষানটেকে পরিবার নিয়ে থাকতেন তিনি।

পল্টনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: রাজধানীর গুলিস্তানে রাজউক ভবনের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৫৫-৬০ হতে পারে। তার পরনে চেক লুঙ্গি ও ময়লাযুক্ত শার্ট ছিল।

পল্টন থানার এসআই রায়হান কবির জানান, শনিবার বিকালে খবর পেয়ে রাজউক ভবনের পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থে...

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা...

যারা ভোট কেন্দ্রে যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন: জাহাঙ্গীর আলম

যারা ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন, তাদের বাঁচার একটা ব্যবস্থা আমি করব। আর যা...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।...

সুদ ব্যবসায়ীর কাছ থেকে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে দিয়েছে পুলিশ

সুদের টাকা পরিশোধ করতে না পারায় মাদারীপুরের ডাসারে মো. সেকেন্দার মোল্লা (৪৮)...

ছাত্রীকে নিয়ে পালাল প্রধান শিক্ষক, মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধ...

গ্যাস সিলিন্ডার মজুদ করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে মাদারীপুরের কালকিন...

লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

মাদারীপুরের শিবচরে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬...

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেফার ও রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা