ফাইল ছবি
জাতীয়

সড়কে যান চলাচলে নির্দেশিকা জারি

নিজস্ব প্রতিবেদক: সড়কে দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের যান চলাচলের গতি নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে ১০ ধরনের যানবাহনের জন্য সড়কের ৬টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করতে দেখা গেছে।

আরও পড়ুন: ডলারের দাম ৭ টাকা বাড়াল

নির্দেশিকায় মোটরসাইকেলের গতিসীমার ক্ষেত্রে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-৪৪ এর উপধারা-১ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-১২৫ এর উপবিধি-৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিমিত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪ সর্ব সাধারণের অবগতির জন্য জারি করা হলো।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলতে পারবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে। জাতীয় মহাসড়কে (ক্যাটাগরি-এ) মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার।

জাতীয় মহাসড়ক (ক্যাটাগরি-বি) ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার। জেলা সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তিতে নারীদের কোটা চালু হবে

সিটি কর্পোরেশন/পৌরসভা/জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ৩০ কিলোমিটার। এছাড়া ২০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে শহর এলাকায় সংকীর্ণ/শেয়ার রোড ও অন্যান্য সড়ক অবিভক্ত ও ২ লেন বিশিষ্ট সড়কে।

অন্যান্য যানবাহনের ক্ষেত্রে বিধিমালা অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে বাস, মিনিবাস, কার, এসইউভি, মাইক্রোবাস ও অন্যান্য হালকা যানবাহনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। ট্রাক, ছোট ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এ সীমা হবে ৫০ কিলোমিটার ও আর্টিকুলেটেড লরির গতি হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কে ৩ চাকার যান চলাচলের অনুমতি দেয়া হবে না। জাতীয় মহাসড়কে (ক্যাটাগরি এ) প্রাইভেটকার, এসইউভি, মাইক্রোবাস, বাস, মিনিবাসসহ অন্যান্য হালকা যানবাহন সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। ট্রাক ও আর্টিকুলেটেড লরির জন্য সীমা হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত ২

জাতীয় সড়কে (ক্যাটাগরি বি) গাড়ি, বাস ও মিনিবাসের গতিবেগ হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরির জন্য ৪৫ কিলোমিটার।

এছাড়া জেলা সড়কে গাড়ি, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরির ক্ষেত্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে।

সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা শহরের ভেতরের রাস্তায় গাড়ি, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরিতে গতিসীমা থাকবে ৩০ কিলোমিটার।

আরও পড়ুন: ধানের বাম্পার ফলনেও শঙ্কায় কৃষক

নির্দেশিকায় উপজেলা ও গ্রামের রাস্তার গতিসীমাও নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার ও আবাসিক এলাকার কাছাকাছি গতিসীমা নির্ধারণ করে দেবে স্থানীয় প্রশাসন। তবে জাতীয় সড়কে ৪০ কিলোমিটার ও আঞ্চলিক মহাসড়কে ৩০ কিলোমিটারের বেশি হবে না।

তবে এ নিয়ম অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা দেয়া যানবাহনের জন্য প্রযোজ্য হবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প...

শুল্ক যুদ্ধে আবারো ট্রাম্প, চিনা পণ্যের উপর  ১০০% শুল্কের সম্ভাবনা

ট্রাম্পের নব শুল্ক পরিকল্পনা বাণিজ্যযুদ্ধে আরও উত্...

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ...

সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংব...

হকি বিশ্বকাপে ঢাবি ছাত্রদল নেতা সাজু

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্...

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১

চুয়াডাঙ্গায় জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে স...

পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প...

সুন্দরগঞ্জে মাওলানা ভাসানী সড়কে গর্তের সৃষ্টি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে হরিপুরে অবস্থিত মাওলানা ভাসানী সেতু পর্যন্ত ১...

ট্রাম্পকে নোবেল পুরস্কার  উৎসর্গ করলেন মাচাদো 

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কো...

জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা