সংগৃহীত
আন্তর্জাতিক

গাজাকে পৃথক করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ২ ভাগে বিভক্ত করে ফেলার দাবি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এটাও জানিয়েছেন গাজায় এখন ‘তুমুল’ হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় হ্যাগারি নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি জানায়। তিনি জানান, ‘ইসরায়েলি সেনারা গাজাকে ঘিরে ধরেছে। সেখানে বর্তমানে দক্ষিণ গাজা আর উত্তর গাজা রয়েছে। সেনারা উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে ও নিজেদের অবস্থান ধরে রেখেছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘বর্তমানে হামাসের অবকাঠামোয় তুমুল হামলা চালানো হচ্ছে— মাটির নিচে, মাটির উপরে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রোববার (৫ নভেম্বর) রাতে আবারও গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া গাজায় বর্তমানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে। গাজায় ইসরায়েল বোমা হামলা বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক সাফওয়াত কাহলুত জানিয়েছেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে তীব্র বোমা হামলা চলছে। আমরা গাজার উত্তরপশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছি। সেখানে এখন তীব্র লড়াই হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে গাজায় মাটির নিচে গোপন সুড়ঙ্গ ও নেটওয়ার্ক তৈরি করেছেন তারা।

হামাস গাজায় চলমান স্থল অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনারা হামাসের যোদ্ধাদের হামলার মুখে পড়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে। তারা যখনই গাজার আরও ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তখনই প্রতিরোধের মুখে পড়ছে তারা।

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে হামলা, নিহত ৫১

আল জাজিরা বলছে, সেনারা যেন ট্যাংক নিয়ে গাজার আরও ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য রোববার রাতে ইসরায়েলি বিমানবাহিনী আবারও বোমা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তবে যখনই ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন; তখনই তাদের লক্ষ করে হামলা চালানো হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। ঐ হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশপাশি ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা