আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিকের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন : ইরানে বিক্ষোভ, মাহসা আমিনির বাবা আটক
রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
লিমপোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে বলেন, রোববার বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং ভেনেতিয়া মাইন থেকে ২৫ কিলোমিটার দূরে।
আরও পড়ুন : কুকুরের মাংস নিষিদ্ধ করছে দ. কোরিয়া
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পথিমধ্যে লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো খনি রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি।
জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সীমান্তবর্তী ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই মাইন থেকে। প্রতিষ্ঠানটিতে স্থানীয়রাসহ প্রায় সাড়ে ৪ হাজার কর্মী কাজ করেন।
আরও পড়ুন : ৫ ফুট লম্বা চুল, গিনেস বুকে কিশোর
প্রসঙ্গত, আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।
সান নিউজ/এমআর