অমিত শাহ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না।

আরও পড়ুন: মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশ

রোববার (৩ জুলাই) হায়দরাবাদে বিজেপির জাতীয় কার্যনির্বাহীয় তিনি এসব কথা বলেন তিনি। দু'দিনের এই বৈঠকে একটি রাজনৈতিক প্রস্তাবনা গৃহীত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সেই প্রস্তাবনা পাঠ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সেই প্রস্তাবনায় অমিত শাহ উল্লেখ করেছেন, তেলেঙ্গানা এবং বাংলা থেকে অতি দ্রুত পরিবারবাদের অবসান ঘটবে। এই দুই রাজ্য ছাড়াও কেরল, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সরকার গড়বে বিজেপি। আঞ্চলিক দলগুলো রাজ্যে রাজ্যে পরিবারতন্ত্র, তোষণ এবং স্বজনপোষণের রাজনীতি চালাচ্ছে। বিজেপি সরকার গড়ে সেই রাজনীতি ধ্বংস করবে। গড়বে উন্নয়ন এবং সুশাসনের রাজনীতি।

আরও পড়ুন: সড়কে কোরবানির হাট বসানো যাবে না

এই প্রস্তাবনায় কংগ্রেসের সমালোচনা করে বলেন, সবচেয়ে পরিবারতন্ত্রকে মেনে চলে কংগ্রেস। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচন করছে না কংগ্রেস। আগামী ৩০-৪০ বছর ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুগ হবে।

এদিকে, তৃণমূল কংগেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০২০-২১ সালে যারা ডেইলি প্যাসেঞ্জারি করতেন, তারাও এ কথা বলে গিয়েছেন। রাজ্যে রাজ্যে বিজেপি পরিবারতন্ত্র চালায়। বাংলায় অধিকারী ব্রাদার্স, ভিন রাজ্যে সিন্ধিয়ারা তো রয়েছেন। বাংলায় মানুষের সরকার চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা