জ্যাক, মাকে, পেছনে, ফেললেন, এবার ,পনি মা,!,
আন্তর্জাতিক

জ্যাক মাকে পেছনে ফেললেন পনি মা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের শীর্ষ ধনী হিসেবে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে এবার পেছনে ফেলেছেন দেশটির বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের পনি মা।

পনি মা'এর মোট সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলারের। যার বিপরীতে জ্যাক মার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি ডলারের। টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের সম্পদ এ সপ্তাহে ৪ হাজার কোটি ডলার বেড়েছে।

এদিকে গ্রুপনের মতো শপিং অ্যাপ্লিকেশন পিনডুয়োডুয়ো বা পিডিডির প্রতিষ্ঠাতা কলিন হুয়াং চীনা রিয়েল এস্টেট মোগল হু কা ইয়ানকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে সম্প্রতি এ রদবদল ঘটেছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে কর্মক্ষেত্রের ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। গ্রাহকের অভ্যাস বদলে অনেক ইন্টারনেটভিত্তিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। চীনে প্রযুক্তি টাইকুনদের ধনীদের তালিকায় আধিপত্য দেখা গেছে। শীর্ষ পাঁচজন ধনীর মধ্যে চারজনই প্রযুক্তি প্রতিষ্ঠানের। চতুর্থ স্থানে থাকা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান চায়না এভারগ্রান্ডের হুইয়ের পরেই আছেন টেনসেন্টের সমজাতীয় প্রতিষ্ঠান নেটইজ ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা দিং লেই।

২০১৮ সালে চীনে নতুন গেমের অনুমোদন বন্ধ করে দেওয়া হলে টেনসেন্ট বেশ পিছিয়ে গিয়েছিল। তবে এরপর থেকে অবশ্য প্রতিষ্ঠানটি অনলাইন গেম জোরদার করায় শেয়ারের দাম দ্বিগুণ হয়েছে। গত মাসে টেনসেন্ট তাদের প্রথম প্রান্তিকের আয় ২৬ শতাংশ বাড়ার কথা বলেছে। ব্লুমবার্গ ইনটেলিজেন্সের বিশ্লেষক ভে-সার্ন লিং বলেছেন, টেনসেন্টের অনলাইন গেম বিভাগ কোভিড-১৯-এর সময় দারুণ পারফর্ম করেছে। টেনসেন্টের ব্যবসা ভালো হওয়ায় সম্পদ বেড়েছে পনি মার (৪৮)। প্রতিষ্ঠানটিতে তার ৭ শতাংশ শেয়ার রয়েছে।

দক্ষিণ চীনের গোয়াংদনের বাসিন্দা শেনঝেন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেছেন। ১৯৯০ সালে চারজন উদ্যোক্তাকে নিয়ে টেনসেন্ট প্রতিষ্ঠার আগে তিনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছেন। ওই সময় টেনসেন্ট মূলত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সেবা নিয়ে কাজ করত।

পনি মার শীর্ষ ধনী হিসেবে ফিরে আসতে বেশ সময় লেগেছে। তিনি ২০১৩ সালে চীনের দ্বিতীয় শীর্ষ ধনী ওয়াং জিয়ানলিনকে পেছনে ফেলেন এবং ২০১৪ সালে তিনি বেইদু ইনকরপোরেশনের রবিন লিকে পেছনে ফেলে শীর্ষ ধনী হয়ে যান। তবে এরপরই আলিবাবা মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিও ছাড়লে জ্যাক মা শীর্ষ ধনী বনে যান।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, টেনসেন্টের আয় এ বছর বেশ কিছু ইন্টারনেট প্রতিষ্ঠানের চেয়ে কম হয়েছে। বিশেষ করে ই-কমার্স, গেম ও অনলাইন বিনোদন দাতা প্রতিষ্ঠানের চেয়ে পিছিয়ে রয়েছে টেনসেন্ট। ২০২০ সালে টেনসেন্টের শেয়ারের দাম বেড়েছে ৩১ শতাংশ আর পিডিডির দাম দ্বিগুণ হয়েছে। আলিবাবার শেয়ারের দাম বেড়েছে ৬.৯ শতাংশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

সীমানা নির্ধারণে পেশাদারির সঙ্গে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশ...

৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন,...

৫ আগস্ট ‘ঘটিয়েছে জামায়াত’, মন্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কা...

যুক্তরাষ্ট্রকে এড়িয়ে বন্ধু হয়ে উঠতে পারবে চীন-ভারত

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার &l...

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা