আন্তর্জাতিক
করোনাভাইরাস

ইতালিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে থামানো যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের। প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫১ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকায়। সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫৬ জন।

সে অঞ্চলে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন চীনের মেডিকেল বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাইরাসটির বিস্তার ঠেকাতে লোমবার্ডিতে এলাকায় ইতালি সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোর নয়। তাই নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, করোনায় আক্রান্তে বৃদ্ধির হার ১০ দশমিক ৪ শতাংশ। ভাইরাসটি মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কয়েকটি উন্নয়ন প্রকল্প ছাড়া বাকি সব উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

ইতালির পর এই মুহূর্তে সবচে বেশি মৃত্যু হচ্ছে স্প্যানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৭২ জন। এর পর রয়েছে ইরান, দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৮৫ জনের। ফ্রান্সে আক্রান্ত ১৬ হাজার ১৮ জন, মারা গেছে ৬৭৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪১৯ জনের।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯৩ জন। এর মধ্যে মারা গেছে তিন হাজার ২৭০ জন।

এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৬২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ধীরে ধীরে মাহামারি আকারে ছড়িয়ে পড়ে সাবাবিশ্বে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা