সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের দুকিতে ১টি কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত হয়েছে। এ হামলায় আরও আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

আরও পড়ুন: বৈরুতে বিমান হামলা, নিহত ২২

সংবাদমাধ্যম জানায়, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় ১টি বেসরকারি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান জানান, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় ১টি বেসরকারি কয়লা খনিতে একদল সন্ত্রাসী ভোর রাতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। এর পাশাপাশি তারা খনিটি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেন: ঘটনার পর আমরা জেলা হাসপাতালে এই পর্যন্ত ২০টি লাশ এবং ৭ জনকে আহত অবস্থায় পেয়েছি।

আরও পড়ুন: ইন্ডিগোর ফ্লাইটে যাত্রীকে ‘শ্লীলতাহানি’

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেন, শুক্রবার দুর্বৃত্তরা এই হামলায় “হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র” ব্যবহার করেছে।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা “১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও” আগুন দিয়েছে। এরপর জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। এর পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকারের জসিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না এমন...

নির্বাচনী প্রচারণাকে ঘিরে মিরপুরে বিজিবি মোতায়েন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নি...

নিরাপত্তা সংকটে আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ/তাফসি...

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা