বিনোদন ডেস্ক : স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার হাজারো দর্শকের মন জয় করেছেন মধুমিতা সরকার। যেখানেই যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে ভোলেন না এই অভিনেত্রী।
আরও পড়ুন : জানা গেল অক্ষয় কুমারের আসল নাম
কিছু দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে।
তিনি কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। দেখা যাচ্ছে, মেকআপের লেশমাত্রাও নেই। ব্যাস, এই ছবি দেখতেই দর্শকের একাংশ তাকে ছেড়ে কথা বলেননি।
আরও পড়ুন : পাত্র খুঁজছেন সায়ন্তিকা
এক জন বলেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস। অন্যজন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!
আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।
আরও পড়ুন : ওটিটিতে পরীমনির ‘পাফ ড্যাডি’
অভিনেত্রী এসব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি। শোনা যাচ্ছে, মধুমিতা খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন।
সান নিউজ/এমএ/এমআর