অপরাধ

হোস্টেল মালিকের খামখেয়ালিতে বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি:

জীবনের মূল্যবান সম্পদ শিক্ষা সনদ নেই। কারো ব্যাগ আছে, ভেতরের কাপড় নেই। বইপত্র নেই, কম্পিউটার-ল্যাপটপ নেই। পড়ে আছে শুধু লেপ-তোশক। লকডাউনের আগে হোস্টেল থেকে বাড়ি গিয়ে ফিরে এসে দেখেন এসব জিনিসপত্র পড়ে আছে হোস্টেল মালিকের গোডাউনে। ভাড়ার টাকা পরিশোধ না করার অজুহাতে মূল্যবান জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছেন হোস্টেল মালিক। মালিকের এমন খামখেয়ালিতে দিশেহারা হয়ে পড়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এ অবস্থায় শিক্ষার্থীরা মূল্যবান জিনিসপত্র না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিষয়টি পুলিশকে জানালে হোস্টেল মালিক খোরশেদ আলমকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর রাজাবাজার এলাকায়। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, আলিফ ছাত্রাবাস নামের হোস্টেলটিতে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা থাকতো। ভর্তি হওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আলিফ ছাত্রাবাসে থাকার পরামর্শ দিয়েছিলো। এমনকি ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি ডেস্ক নিয়ে আলিফ ছাত্রাবাসের পরিচালক সেই খোরশেদ আলমও বসতেন। অমানবিক এই ঘটনার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষও দায়ী। গ্রেফতারের আগে খোরশেদও শিক্ষার্থীদের জানিয়েছেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তিনি শিক্ষার্থীদের ঘরের তালা ভেঙে জিনিসপত্র বের করে গুদামে রেখেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক বিপ্লব হোসেন বলেন, আমরা শনিবারও কিছু জিনিসপত্র জব্দ করেছি। হোস্টেল পরিচালক খোরশেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষার্থীদের এসব মূল্যবান জিনিসপত্র নিয়ে তার খামখেয়ালি আচরণের কোনও সদুত্তর তিনি দিতে পারেননি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরেবাংলানগর থানাধীন পূর্ব রাজাবাজারের ৪৩/ক পাটোয়ারি ভিলার আট তলার পুরোটাই ভাড়া নিয়ে আলিফ ছাত্রাবাস পরিচালনা করতেন খোরশেদ আলম। এই ছাত্রাবাসের সব শিক্ষার্থীই বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। তখেন শিক্ষার্থীরা যার যার গ্রামের বাড়িতে চলে যায়। এর মধ্যেই হোস্টেল কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর জিনিসপত্র বিক্রি করে এবং ফেলে দেয়।

সরেজমিন হোস্টেল মালিকের কলাবাগানের ৬৬/৪ নম্বর বাসায় গিয়ে গ্যারেজে লেপ-তোশক ও কিছু বইপত্র পড়ে থাকতে দেখা যায়। হোস্টেল মালিক খোরশেদের কিশোর ছেলে আলিফ জানায়, ওই বাসাতেই তার মা আরেকটি ছাত্রী হোস্টেল চালায়। তারা আসলে লকডাউন পরিস্থিতির শিকার। বাড়িওয়ালা বাসা খালি করে দিতে বলায় তারা বাধ্য হয়ে মালামালগুলো সরিয়ে এনেছিলো।

এ ঘটনায় দায়ের করা মামলার বাদী সোহানুর রহমান সঞ্জয় বলেন, আমাদের রুমের তালা ভেঙে যে জিনিসপত্র বের করা হয়েছে, তার আগে আমাদের একটিবারের জন্যও বলা হয়নি। আমাদের শিক্ষার্থীদের সব মূল্যবান জিনিসপত্র শেষ। দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছে আর সার্টিফিকেটগুলো কীভাবে হারিয়ে ফেলেছে জানি না। এগুলো এখন আমরা কীভাবে ফেরত পাবো তাও বুঝতে পারছি না। আমরা এর যথাযথ ক্ষতিপূরণ চাই।

ছাত্রাবাসের অপর এক শিক্ষার্থী কামরুল হাসান জানান, তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ২০১৮ সালে হোস্টেলের শুরু থেকেই তিনি আছেন। কিন্তু এই লকডাউনের কারণে হোস্টেল মালিক তাদের এতবড় সর্বনাশ করে ফেলবে তা কল্পনাও করতে পারেননি। কামরুল জানান, হোস্টেলে না থেকেও প্রতিমাসের ভাড়া বিকাশ করে পাঠিয়েছিলেন। তারপরও এসে তিনি তার জিনিসপত্র পাননি। পরে হোস্টেল মালিকের একটি গোডাউনে গিয়ে কিছু জিনিসপত্র পেয়েছেন। কিন্তু পোশাক-বইপত্র কিছুরই হদিস নেই।

শিক্ষার্থীরা বলছেন, লকডাউনের পর হোস্টেল মালিক তাদের কাছে যখন ভাড়া চেয়েছিল, তখন অনেকেই ভাড়া দিয়েছে, আবার অনেকেই দেননি। ভাড়া একটু কমিয়ে নেওয়ার বিষয়ে হোস্টেল মালিককে অনুরোধও করা হয়েছিলো। এমনকি যেহেতু ভর্তির সময় সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আলিফ হোস্টেলের বিষয়ে সুপারিশ করেছিলো, সে কারণে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম নূরুল হুদাকেও জানানো হয়েছিলো। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রদের ভবিষ্যৎ বাঁচাতে কোনও উদ্যোগ নেয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এসএম নূরুল হুদার নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল বাশার জানান, কয়েক মাস ধরে তিনি অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের বিষয়টি তিনি জানতে পেরে রেজিস্ট্রারকে এ বিষয়ে শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিয়েছেন।

রাজধানীর কলাবাগান থানার ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট সড়কের মুজিবুল হক কাঞ্চন নামে আরেক বাড়িওয়ালা আট শিক্ষার্থীর সার্টিফিকেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র ময়লার গাড়িতে তুলে দিয়েছেন। লকডাউনের কারণে শিক্ষার্থীরা বাসার নিচতলার মেসে না থাকায় এবং ভাড়া না দেওয়ার অজুহাতে এমন অমানবিক কাজ করেন তিনি। পরে সজীব নামে এক ভাড়াটিয়া বাড়িওয়ালার বিরুদ্ধে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

সজীব মিয়া জানান, গত ৩-৪ বছর ধরে তারা ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট রোডের ৪/এ নম্বর বাসার নিচতলায় ৯ জন মিলে থাকতেন। তাদের মধ্যে ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিল। মার্চ মাসে তারা লকডাউনের কারণে বাড়িতে যান। এর মধ্যে তিন মাসের ভাড়া বাকি পড়ে। এ কারণে বাড়িওয়ালা তাদের কারও সঙ্গে কথা না বলেই বাসার জিনিসপত্র সব ফেলে দেন। এসব জিনিসপত্রের মধ্যে তাদের সবার শিক্ষা সনদও ছিল।

এই মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক আক্তার হোসেন জানান, মামলার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছেন। তাকে ধরতে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সে মালামালগুলো কোথায় ফেলেছে তা খুঁজে বের করারও চেষ্টা চলছে। বাড়িওয়ালাকে ধরতে পারলে বিষয়টি আরও ক্লিয়ার হবে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

এলপি গ্যাসের দাম কমলো 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃ...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা