ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ 

জেলা প্রতিনিধি: ১৯ বছর পর আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জনসভায় যোগ দেবেন এবং প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

রোববার (১২ নভেম্বর) বিকেলে জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে এ জনসভা হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে গোটা নরসিংদী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এসএসএফ, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য বর্তমানে নরসিংদীতে অবস্থান করছেন।

পাশাপাশি নিরাপত্তার জন্য স্টেডিয়াম ও আশপাশের এলাকা, পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার খারখানা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

আরও পড়ুন: আজ কালী পূজা ও দীপাবলি উৎস

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো জেলায়। বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী পলাশের ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন। এরপর এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এ দিন দুপর আড়াই টায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী। বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যয়ে নির্মিত বাকি ১০ টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমনের চিঠি পাওয়ার পর থেকেই সরকার সংশ্লিষ্ট সব দফতরের সাথে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া মঞ্চ ও হ্যালিপেড তৈরি, রাস্তাঘাটের সংস্কার কাজসহ পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। সকল মতভেদ ও মান-অভিমান ভুলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন...

তীব্র শীতে বিপর্যস্ত সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড়কাঁপানো ত...

কেকেআর স্কোয়াড থেকে বাদ পড়লেন মোস্তাফিজ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার...

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ , স্ত্রীর সম্পদ ৩৬ লাখ

প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর...

স্বাক্ষরকারীরা ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে...

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

ফেনী-২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর...

আইপিএল এর সম্প্রচার বন্ধের প্রস্তাবে আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বাংলাদেশের সম্প্রচার ব...

‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ইসলামী ব্যাংকের এমডি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন &lsqu...

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশের সংঘর্ষ

দাবি আদায়ে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়...

দালালের খপ্পরে ভালুকা উপজেলা হাসপাতাল, বাড়তি খরচে নাজেহাল রোগীরা

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা