সোলাইমান ইসলাম নিশান: বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান - কবির বিন আনোয়ার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের প্রাচীনতম দল, স্বাধীনতা সংগ্রাম ও দেশের সব উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং একটি নির্বাচন মুখী দল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবো এবং ডিজিটাল বাংলাদেশ গড়বো, সেটি আমরা গড়েছি৷
আরও পড়ুন: ভাইয়ের ইচ্ছায় হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়ি গেলো বোন!
এরপর তিনি ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ গড়বেন। স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট সরকার, স্মার্ট নাগনিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এই চারটি প্রাথমিক স্তম্ভ।
আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি তাকে আরো পরিক্ষিত, আরো মার্জিত,আরো উন্নত করে আমরা স্মার্ট হবো, স্মার্টলি সব কাজ গুলো করবো।
তাই আমাদের প্রত্যেকটি দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার চালু করা হয়েছে। এই সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সিএফআই আবু বকর সিদ্দিক,
আরও পড়ুন: বঙ্গবন্ধু কন্যার পদত্যাগের দাবি মেনে নেয়া যায় না
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনের পরে তিনি লক্ষ্মীপুর টাউন হলে মত বিনিময়ে ও দোয়া মাহফিলের অনুষ্ঠনে অংশ গ্রহণ করেন।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            