সারাদেশ

'নো মাস্ক নো সেলস'

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'নো মাস্ক নো সেলস' কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে হাকিমপুর পৌরসভা কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে হাকিমপুর পৌরসভায় মেয়রের কার্যালয়ে হিলির সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই নির্দেশনা দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। আগামী শনিবার (৪ জুলাই) থেকে এই নির্দেশাবলী কার্যকর হবে।

মেয়র জামিল হোসেন জানান, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলিতে পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে নো মাস্ক এন্ট্রি কর্মসূচি চালু রয়েছে। যার কারণে দিনাজপুরের অন্যান্য স্থানে করোনা আক্রান্ত বেশি হলেও হিলিতে নেই বললেই চলে বা বেশ ভালো অবস্থা। এর পাশাপাশি আরও কীভাবে ভালো থাকা যায়, সে লক্ষ্যে আগামী শনিবার থেকে হিলিতে 'নো মাস্ক নো সেলস' নামক নতুন কর্মসূচি শুরু করা হবে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি জানানো হয়েছে।

মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা উভয়কে পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি কোনও দোকানি এই নির্দেশনা অমান্য করেন সে ক্ষেত্রে শাস্তি স্বরুপ তার দোকানটি তিন দিন, পাঁচদিন বা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে নিজেদের সুরক্ষার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।'

জামিল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলা হিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি তাছির উদ্দিন, সিপি দোকান মালিক সমিতির সভাপতি শাহিদ মল্লিক বাবু ও চারমাথাস্থ মোটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা