সারাদেশ

ফেরি চলাচল ব্যাহত,মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা-যমুনার অববাহিকায় সৃষ্টি হয়েছে তীব্র স্রোত। এতে ফেরি পারাপারে বিলম্ব হওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। আবার বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে প্রায় ৯ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটে এখনো পণ্যবাহী ট্রাকের জট লেগে আছে। আর ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে।

এই দিকে পানি-বৃদ্ধির কারণে ৪টি ফেরিঘাটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করলেও ফেরি ভিড়তে দীর্ঘ সময় লাগায় এই ট্রাকের দীর্ঘ লাইন স সৃষ্টি হয়েছে। নদী ভাঙনে গত দুই দিন ধরে ৪নং ঘাটটি বন্ধ হয়ে গেছে। তীব্র স্রোতের টানে ঘাট দিয়েও ফেরি চলছে ঝুঁকি নিয়ে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষা করছে ট্রাকগুলো।

অন্যদিকে, দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কি.মি. দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও সহকারীদের।

খুলনা থেকে কার্টুনবোঝাই ট্রাকচালক সোহরাফ হোসেন আরটিভি নিউজকে বলেন, দৌলতদিয়া ঘাট এলাকায় রাত ১২টার দিকে এসে আটকা পড়েছি। এখনো ফেরির নাগাল পাইনি। কখন যে ফেরির নাগাল পাবো বুঝতে পারছি না বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাটে ১৮টি ফেরি চলাচল করছে তবে পানি বৃদ্ধির কারণে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিতে তেল বেশি লাগছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা