সারাদেশ

কোন বিদ্রোহী আ.লীগের নৌকায় চড়তে পারবে না : নানক

আল-মামুন, খাগড়াছড়ি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “কোন বিদ্রোহী আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা আওয়ামী লীগ করবে তাদের দলের প্রতি আনুগত্য থাকবে। তারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হতে পারে না। আর যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।”

শনিবার (২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে নেত্রী যাকে চূড়ান্ত মনোনীত করবে তার বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। যারা আওয়ামী লীগ করবে, তাদের নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে।

দলকে শৃঙ্খলায় আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন বিদ্রোহী আর আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবে, তারা দলের সদস্য পদ আর পাবে না বলেও হুঁশিয়ারি জানান তিনি। এসময় তিনি খাগড়াছড়িতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

শরনার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা, এড. আশুতোষ চাকমা, এমএ জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, শাহিনা আক্তার, খোকনেশ্বর ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে সমাবেশ শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা