জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছে। সকালে ওই বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে কোনোভাবে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা কোনোভাবে ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সান নিউজ/এএন