জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ২ বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ র্যাব-১৩ এর আভিযানিক দল ২ জনকে আটক করেছে।
আরও পড়ুন: দ্বন্দ্বের আশঙ্কা, ছাতকে ১৪৪ ধারা জারি
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল সাহারা আবাসিকের তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান।
আটককৃতব্যক্তিরা হলেন, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মৃত শফিউদ্দিন মণ্ডলের ছেলে সুলতান মাহমুদ ও পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানিক মিয়া।
আরও পড়ুন: রাজধানীতে মরদেহ উদ্ধার
দিনাজপুর র্যাব-১৩ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
সান নিউজ/এএ