"স্বাধীনতা"  শব্দটি কীভাবে পেলাম
শিল্প ও সাহিত্য

"স্বাধীনতা"  শব্দটি কীভাবে পেলাম

মিরাজ উদ্দিন : ১৯৭১ সালের পূর্ব বাংলার আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল নতুন সূর্য। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি দেশ। বাংলার আকাশে উড়েছিল লালা সবুজের পাতাকা।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

স্বাধীনতা তুমি ফুলের সুবাস.....

কুকিলের কহুতান।

তোমায় আনতে দিয়েছি মোরা....

৩০ লক্ষ প্রান।

বাংলাদেশ ভারত পাকিস্তান ছিল একটি রাষ্ট্র। যার নাম ছিল প্রাক-ভারত। ১৯৪৭ সালের ১৫ আগষ্ট ভারত আলাদা রাষ্ট্র হওয়ার পর,আজকের বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান।পাকিস্তান রাষ্ট্র পরিচালনার ক্ষমতা লোকজন মানে আমরা কোন অধিকার পারছিলাম না।তারপর থেকেই পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের ক্রমান্বয়ে যুদ্ধ শুরু হয়।

এর পর

১৯৫২ সালে আমার দেশের সোনার ছেলেরা মাতৃভাষা ছিনিয়ে আনে উর্দু ভাষার পরিবর্তে ঐ পাক-হানাদার বাহিনীর কাছ থেকে। তারপর থেকে পাকিস্তানি গডফাদ্রার জুলফিকার আলি ভুট্টো,ইয়াহিয়া খান, মোহাম্মদ আলী জিন্নাহ, টিক্কা খান।বাঙালিদের জন্য নানান ষড়যন্ত্র বুনতে থাকে। কীভাবে পূর্ব পাকিস্তানিদের নির্যাতন করা যায়।পাকিস্তানিরা আমাদেরকে বঞ্চিত করে শিক্ষা সংস্কৃতি এমনকি চাকরি থেকেও।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

পরবর্তী তে ১৯৫৪ যুক্তফ্রন্ট,১৯৬৬ সালের ৬দফা আন্দোলন,১৯৬৯এর গণঅভ্যুত্থান, ৭০এর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ ভোটে জয় লাভ করেন।

কিন্তু পূর্বপাকিস্তানিরা জয় লাভ করায় সমর্থন দেয় নায়।তার ঐ প্রতিবাদে ১৯৭১সালের ৭মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

বাংলার রাখাল বন্ধু বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘোষণা করেন এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবুও এই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।

১৯৭১ সালের ২৬শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী যখন রাজধানীতে এক নৃশংস গণহত্যা মেতে উঠেন। তখন ধানমন্ডির ৩২নম্বার মেইন বাসায় গ্রেফতার হওয়ার আগ মূহুর্তে রাত ১২.৩০মিনিট স্বাধীনতার ঘোষণা পত্র রচনা করেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।

আরও পড়ুন : গাইবান্ধায় স্বাস্থ্য কেন্দ্রের জায়গার স্থাপনা উচ্ছেদ

বঙ্গবন্ধু টেলিফোন যোগে সরাসরি চট্টগ্রাম আওয়ামী-লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর নিকট স্বাধীনতার ঘোষণা পত্র পৌঁছে দেন।রাত ১.৩০মিনিটে বঙ্গবন্ধু গ্রফতার করা হয়।

বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পত্রে তিনি বলেছেন এই হয়তো আমার শেষ বানী,আজ থেকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। একে যে রকম করেই হোক শত্রুর হাত থেকে রক্ষা করতেই হবে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৬শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র নিরাপদ না থাকায় চট্টগ্রামে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ২৬শে মার্চ দুপুরের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেন। সেই বেতার কেন্দ্র থেকেই ২.৩০মিনিটে এম এ হান্নান এবং ৪.৩০এ আবুল কসেম (সন্দীপ) এবং ২৭শে মার্চ চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

আরও পড়ুন : ৫২তম মহান স্বাধীনতা দিবস

১৯৭১ সালের ২৫শে মার্চ এই রাতই পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে নিরীহ বাঙালীদের উপর। দীর্ঘ ৯মাস রক্তাক্ত যুদ্ধের পর ৩০লক্ষ মা বোন ও শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা.....আজ আমরা স্বাধীন। মুক্ত আকাশে পাখির ডানার মতো উড়ে বেড়ায়।

আমরা ঘরে বসে এই স্বাধীনতা রক্ষা করতে পারি না।”

–( এডওয়ার্ড আর মুরো)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা