সান নিউজ ডেস্ক : গাছের জীবন আছে। কিন্তু গাছ চিন্তা করতে পারে না বলেই আমরা জানি। তবে ইতালিতে এমন একটি গাছ আছে যাকে থিংকিং ট্রি বা চিন্তামগ্ন গাছ বলা হয়। কারণ এই গাছ মানুষের মতোই ভাবতে পারে। ঠিক মানুষের মতো নয়, গাছটির আকার দেখে মনে হবে যে কেউ বসে গভীর চিন্তাভাবনা করছে।
দক্ষিণ ইতালির পাগলিয়ায় এ গাছটি রয়েছে, পর্যটকদের কাছে যা আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই শুধু গাছটিকে দেখতে আসেন। স্থানীয়দের দাবি, গাছটির বয়স ২ হাজার বছরেরও বেশি। আদলে সেটি বহু প্রাচীন জলপাই গাছ।
বহু বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকরা এ গাছটিকে দেখতে আসেন। ছবি তোলেন। তার পর ভাবেন, সত্যিই কি এই গাছ ভাবতে বসেছে। দূর থেকে এ গাছটিকে দেখলে মনে হবে, যেন বিশালাকার কোনো মানুষ গভীর চিন্তায় মগ্ন।
গাছটির ডালপালা, পাতা এমনভাবে বিস্তার হয়েছে যেন সেগুলো কোনও মানুষের মাথার চুল। আর গাছটি গালে হাত দিয়ে ভাবছে।
সান নিউজ/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.