নিজস্ব প্রতিবেদক : স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) চিকিৎসকের বরাত দিয়ে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভাল। তার জ্বর নেই, কাশিও কমছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভাল পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।
তার রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
সান নিউজ/বিএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.