সারাদেশ

রংপুরে অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিনিধি, রংপুর : চিনিকল বন্ধের প্রতিবাদে এবং ছয় দফা দাবিতে রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় শুরু হয়েছে অর্ধদিবস হরতাল। হরতালের যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে শুরু হয়েছে হরতাল।

চিনিকলের পাশে রেলওয়ে স্টেশনবাজার শ্যামপুর হাট এবং শ্যামপুর বন্দর এলাকায় কোনো দোকানপাট খোলেনি। খাবার কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ। শ্রমিক-কর্মকর্তা আখচাষীদের আহবানে এই হরতালে যোগ দিয়েছেন এলাকাবাসী, দোকানিরাও।

এদিকে ভোর থেকেই চিনি কল এলাকা এবং আশেপাশের হাট-বাজার ও রাস্তায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা মাঠে কাজ করছে।

আর হরতাল পালনকারীরা বলছেন আজকের আধাবেলা হরতালের পরেও চিনিকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেবেন।

তারা বলছেন চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হওয়ায় ৮০০ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ১২ হাজার এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত দুই লাখ মানুষের রুটিরুজি নিয়ে বিপাকে পড়েছেন।

হরতাল আহ্বানকারী রংপুরের শ্যামপুর চিনিকল এম্প্লয়েজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুলু আমিন জানিয়েছেন, প্রশাসন আমাদের মিলগেটের সামনে থেকে বের হতে দিচ্ছে না। পুরো এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করে আতঙ্ক তৈরি করেছে। তার অভিযোগ তারা রুটি-রুজির জন্য আন্দোলন করছেন। কিন্তু প্রশাসন তাতে বাধা দিয়ে রুটি-রুজির আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মধু সুধন রায় জানান, বিশৃঙ্খলা এড়াতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনে বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিছিল নিয়ে চিনিকল ক্যাম্পাসের বাইরে গেলে বিশৃঙ্খলা হতে পারে, তাই তাদের মিছিলটিকে ঘুরিয়ে চিনিকল ক্যাম্পাসে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

২১ বছর পর পৃথিবীতে সৌরঝড়ের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক: ২১ বছর পর পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত...

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

শুকনো মরিচ চরের মানুষের লাল সোনা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ৭...

বিশ্বকাপের দল ঘোষণা কাল

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে...

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। শনিব...

এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এসএসসি পরীক্ষার ফল আগামীকাল রোবব...

বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমি...

রাজনীতিতে পরিত্যক্তদের আওয়াজই বড়

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা