সারাদেশ

ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়!

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে আজও মানুষের উপচে পড়া ভিড়। একদিকে যেমন যাত্রীরা বাড়ির উদ্দেশে ফিরছেন, আবার ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মমুখী মানুষ যাচ্ছেন।

এসব যাত্রীরা গণ-পরিবহন না থাকলেও রাস্তায় ভেঙে ভেঙে কাভার্ড ভ্যান, মাহেন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান ও রিকশাযোগে বেশি ভাড়া গুণে তারা আসছেন এবং যাচ্ছেন। যে কারণে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে যাত্রীদের ভিড় দেখা করা গেছে।

তবে যাত্রীদের মাঝে কোন ধরনের সামাজিক দূরত্ব মানার লক্ষণ দেখা যায়নি। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে সামাজিক দূরত্ব না মেনে এ সকল গাড়িতে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমান ছোট-বড় ৬ ফেরি চলাচল করছে। বিকালে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লে ফেরির সংখ্যা বাড়িয়ে পারাপার করা হয়। বর্তমান কোন প্রকার গণ-পরিবহন নদী পারাপার করা হচ্ছে না। শুধু পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল এবং সাধারণ যাত্রীরা নদী পারাপার হচ্ছে।

তিনি বলেন, ফেরি চলার কারণে ঘাটে আসা যাত্রীরা অবাধে ফেরি দিয়ে নদী পারাপার হচ্ছে। ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা