পোল্যান্ড সফরে কমলা হ্যারিস
আন্তর্জাতিক

পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : রুশ-ইউক্রেন যুদ্ধে পোল্যান্ডকে যুদ্ধবিমান সরবরাহের জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যেখানে ছিল পোল্যান্ড সরকারেরও সম্মতি। কিন্তু কিয়েভের সেই আবেদনে এখনও চূড়ান্ত সাড়া দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:বিএনপি নির্বাচনকে ভয় পায়

বুধবার ( ৯ মার্চ ) পোল্যান্ড সফরে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ৩ দিনের এই সফরে রোমানিয়াতে সফরেও যাবেন। ধারণা করা হচ্ছে, তার এই সফরে জটিলতা কেটে যাওয়ার বার্তা মিলতে পারে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র পোল্যান্ডের কাছে রুশ সেনাবাহিনীর হামলা প্রতিরোধে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন জেলেনস্কি। প্রাথমিকভাবে তাতে সম্মতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন।

শনিবার ( ৫ মার্চ ) এক জুম মিটিংয়ে জেলেনস্কির সাথে কথা বলেন আমেরিকা এবং পোল্যান্ডের প্রতিনিধিরা। পরে প্রেসিডেন্ট জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ-২৯ বিমান পাঠাতে। তারা মার্কিন মতামতের জন্য অপেক্ষা করছে। এর পরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন মত এসেছিল।

আরও পড়ুন:জনগণ আর বসে থাকবে না

হোয়াইট হাউসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পোল্যান্ডের সাথে। এর ফলে দেশটির যে ক্ষতি হবে, তা পূরণ করে দেওয়া হবে। তবে কী ভাবে ক্ষতি পূরণ করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অবশেষে মামলা

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ঘাঁটি থেকে বিমান ওড়ানো হলে রাশিয়ার সাথে সঙ্ঘাত বৃদ্ধি পাবে। এছাড়া এ বিষয়টি নিয়ে সমগ্র ন্যাটো জোটে উদ্বেগ বাড়বে।

আরও পড়ুন:বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়,পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ বলছে, ন্যাটো জোটের কয়েকটি ইউরোপীয় সদস্যরাষ্ট্রের আপত্তিতেই এ ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে বাইডেন সরকার। তাই আসেনি চূড়ান্ত সম্মতি।

আরও পড়ুন:শিশুকে হত্যার পর মাকে ধর্ষণ ও হত্যা

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন:চার হাজার লিটার সয়াবিন জব্দ

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় পুলিশ-সাংবাদিককে মারধর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: উপজে...

ধানের বাম্পার ফলনেও শঙ্কায় কৃষক

রংপুর ব্যুরো: নানা প্রতিকূলতার মধ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (৮ মে) বেশ কিছু খেল...

এবার গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক রাউন্ডে...

ডাস্ট অ্যালার্জির লক্ষণ 

লাইফস্টাইল ডেস্ক: ডাস্ট অ্যালার্জি অতি পরিচিত একটি সমস্যা। প...

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহ...

প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইটের আনুষ্...

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : পাবনার মুলাডুলি স্টেশন এলাকায় বুড়িমারী এক্স...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (৯ মে) বেশ কিছ...

বজ্রপাতে ৮ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় বজ্রপাতে আটটি গরুর মৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা