জাতীয়

নেমেছে বিমান শুরু হবে ক্ষণগণনা

সান নিউজ ডেস্ক:

চমক দিয়ে শুরু হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনা।

রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বিমান অবতরণের মাধ্যমে ১০ জানুয়ারি থেকে শুরু হবে এই আয়োজনের। কারণ ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। তারপরই বর্তমানে প্যারেড গ্রাউন্ড হিসেবে পরিচিত সাবেক তেজগাঁও পুরাতন বিমান বন্দরে নেমেই পা ফেলেছিলে স্বাধীন বাংলাদেশের এই রূপকার।

সেদিনের সেই স্মৃতিময় আবহ তুলে ধরতে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে বিমান অবতরণের মাধ্যমে মুজিবর্ষের আয়োজন শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারির আবহ কেমন ছিল তা জানান দিতেই মুজিবর্ষের কাউন্ট ডাউন শুরুর দিন তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বিমান অবতরণ করানো হবে।

সার্বিক পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বেলা ৩টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কাউন্ট ডাউন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে মুজিববর্ষের লোগো আনুষ্ঠানিক উন্মোচন করা হবে।

কামাল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়। তার ফিরে আসার ক্ষণ ও তার জন্মশতবর্ষের আয়োজন আমরা একবারে উদযাপন করব। সে লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী জন্মশতবার্ষিকীর আয়োজন শুরু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছারাও আরো বেশ কয়েকজন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ অনুষ্ঠানে দুহাজার আমন্ত্রিত অতিথি এবং ১০ হাজার দর্শক থাকবেন বলে জানা যায়। অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনের আ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

মুজিববর্ষের কাউন্ট ডাউন উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্পট, ৫৩ জেলা ও দুটি উপজেলায় মোট ৮২টি কাউন্ট ডাউন ঘড়ি বসানো হচ্ছে। ১০ জানুয়ারি একযোগে সেগুলোয় মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে।

সূত্র জানায়, কাউন্ট ডাউন উদ্বোধনের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। তাদের সহযোগিতায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

এছাড়া সারা দেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা