ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে ৫ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে মানবপাচার ও পণবন্দি করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সহায়তা করার দায়ে নেপালের আরও ২ ব্যক্তি গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন: ইরানে বন্দুক হামলায় হতাহত ৯

তারা ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে ৮ বাংলাদেশি নাগরিককে পণবন্দি করেছিল। জিম্মি হওয়া ঐ বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের পর গতকাল রোববার (১৩ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রকাশ্যে আনা হয়।

সোমবার (১৪ আগস্ট) নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়্যান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জিম্মি করার অভিযোগে নেপালে একদল বাংলাদেশি মানব পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা নেপাল হয়ে তৃতীয় কোনও দেশে মানবপাচারের র‌্যাকেট পরিচালনা করতো।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

সংবাদ মাধ্যমটি বলছে, ইউরোপীয় দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে নেপালে পাচার করা ৮ বাংলাদেশিকে জিম্মি করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিকসহ দুই নেপালি সহযোগীকে গ্রেফতার করেছে কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস।

গ্রেফতারকৃত বাংলাদেশিরা হচ্ছেন- আমির হোসেন (৪৭), মো. মশিউর রহমান (৩৭), সেলিম মিয়া (৩৮), জাহাঙ্গীর আলম (২১) ও তাহমিনা বেগম (২১)।

এছাড়া গ্রেফতারকৃত ২ নেপালি- তারা নেপালি (২৭) এবং রোহানি রায় (৩৩)। তারা নেপালের সিন্ধুপালচক এবং ইলামের বাসিন্দা। নেপালে মানবপাচার চক্রকে সহায়তা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা পঞ্চম

হিমালয়্যান টাইমস জানায়, ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নামে ঐ ৮ জন বাংলাদেশিকে বাংলাদেশ থেকে প্রথমে নেপালে পাঠানো হয়। এরপর নেপালে তাদের পণবন্দি করে অভিযুক্তরা।

পরে ঐ ৮ বাংলাদেশি পণবন্দির একজন আবু বকর সিদ্দিক পাচারকারীদের খপ্পর থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি ভৃকুটিমন্ডপের ট্রাফিক পুলিশ অফিসে পৌঁছান এবং অভিযোগ দায়ের করেন। পরে অপরাধীদের গ্রেফতার করা হয়।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বাংলাদেশিদের পণবন্দি করে রাখার খবর পেয়ে কালিমাটিদোলের একটি গেস্টহাউস থেকে ৪ জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

ভুক্তভোগী ঐ বাংলাদেশিদের আমির হোসেন নামে এক পাচারকারীর ভাড়া করা কক্ষে রাখা হয়েছিল।

তার গ্রেফতারের পর অন্য অপরাধীদের পরিচালিত হরিসিদ্ধিভিত্তিক একটি ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে আরও ২ জনকে উদ্ধার করা হয়। সেই সাথে কেটিসি বিউটি পার্লার অ্যান্ড স্পা নামে পরিচালিত নকশালভিত্তিক ম্যাসাজ সেন্টার থেকে আরও ২ বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জিম্মি এসব বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। ব্যাংকের মাধ্যমে এসব টাকা বাংলাদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ভুক্তভোগী ঐ বাংলাদেশিরা তাদের স্বপ্নের দেশে যাওয়ার আশায় দিন গুনছিল। কিন্তু পণবন্দি করে পাচারকারীরা তাদের পরিবারের সদস্যদের কাছে আরও টাকা দাবি করতে শুরু করলে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়।

এছাড়া বাড়তি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে, তাদের হত্যার হুমকিও দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গৌতম বুদ্ধ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত: মুক্তিজোট

শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রা...

দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দ...

সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হবে বেশি: মুডিস

ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। আন্তর্জাতিক ঋণমান নির...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১০ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

বগুড়ায় হাফ ডজন মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

বগুড়ার মোকামতলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার...

থানা মোড়ের মহাসড়কে রিকশার বাধা; বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।...

উল্লাপাড়ায় দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জায়গা দখল,বাড়িঘর ভাংচুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোরপূর্বকভাবে এক দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জমি দখল ন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি আটক

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০ বাংল...

গৌতম বুদ্ধ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত: মুক্তিজোট

শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা