নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৯ জনে।
এছাড়া ৭ হাজার ২০৮ টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে রেকর্ড ১ হাজার ৩৪ জন। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন।
আজ (১১ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ১৮৩ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ২ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৩৬০ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৩৯ জন।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮৪ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৯৪ হাজার ৮৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.