ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: প্রায় ২ বছর বিরতির পর আগামী ১২ সেপ্টেম্বর কৌশলগত সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, এবারের সংলাপে ২ দেশের বন্দি বিনিময় চুক্তিসহ পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএ) নিয়ে আলোচনার ইঙ্গিত মিলেছে। এছাড়া লন্ডনের দিক থেকে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হতে পারে।

রোববার (২৭ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনর নেতৃত্বে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় হতে যাওয়া সংলাপ নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সাথে সংলাপের করণীয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ঢাকায় অনুষ্ঠেয় কৌশলগত সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে থাকা ঢাকার এক কূটনীতিক জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ হয়েছিল লন্ডনে। সে সময় ২ দেশের অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায়, এ নিয়ে উভয়পক্ষ সম্মত হয়েছিল।

আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

তখন ২ দেশ এ সংক্রান্ত দুটি চুক্তি করতে রাজি হয়। এবারের সংলাপে চুক্তিটি করার বিষয়ে তাগিদ দেওয়া হতে পারে।

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ইসির ১২ কর্মকর্তাকে বদলি

এছাড়া একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীনও লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করছে বাংলাদেশ। পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি।

পাশাপাশি অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজাপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি টাকা

ঢাকার এক কূটনীতিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশি দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা গেলে এসব অপ-প্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সহজ হবে।

কৌশলগত সংলাপে আলোচনার বিষয়ে কূটনীতিকরা জানান, উভয়পক্ষ ২ দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে। এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, ইন্দো-প্যাসিফিক ইস্যু, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় থাকবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

সেই সাথে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ও আন্তর্জাতিক অঙ্গনে সমর্থনের মতো বিষয়গুলোও আলোচনায় থাকতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে দেশে-বিদেশে নানা আলোচনা চলছে। এমন সময়ে হতে হওয়া এ সংলাপে লন্ডনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দেবে যুক্তরাজ্য।

আরও পড়ুন: রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

অপরদিকে ঢাকার পক্ষ থেকে লন্ডনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। পাশাপাশি মানবাধিকার, গণতন্ত্র, শ্রম অধিকার, বাক ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জোর দিতে পারে লন্ডন।

এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা-লন্ডনের চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিরীন পারভীন দুদকের প্রথম নারী মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: দুদকের পরিচালক...

এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা 

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্য...

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদ...

হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমি...

মুন্সীগঞ্জে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে চিপস...

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবা‌ড়ীতে ডাম্প ট্রাক ও অটো...

লক্ষ্মীপুরে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: তীব্র দাবদাহে হা...

বাম-ডান সরকার উৎখাতে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক : অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ...

ঠাকুরগাঁওয়ে আগুনে গবাদী পশু পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুন...

হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : হবিগঞ্জে হারুন আহমেদ নামে এক ব্যক্তিকে হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা