বিনোদন ডেস্ক:
রাজধানী ঢাকার প্রেক্ষাপটে গল্প নিয়ে হলিউডে নির্মিত সিনেমা ‘এক্সট্র্যাকশন’ মুক্তি পেয়েছে।
২৪ এপ্রিল সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হলিউডের ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো।
সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।
ছবিটিতে দেখা যাবে, মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশের ঢাকায় আটকে রাখা হয়। আর সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে ছুটে আসে নায়ক। এমনই গল্পে নির্মিত হলিউডের সিনেমাটির নাম ‘এক্সট্র্যাকশন’।
এতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদা প্রমুখ।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.