ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে শিগগিরই দেখা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন : দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার (১ জুন) ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটকে ডিপ্লোমা হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন : করমুক্ত আয় সীমা সাড়ে ৩ লাখ টাকা

অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে উদ্ধৃত করে প্রেসিডেন্ট বলেন, তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে পরিষেবা দিতে প্রবেশ করতে চলেছে।

এক পর্যায়ে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের ঐ অনুষ্ঠানের হোঁচট খেয়ে মঞ্চে পড়ে যান জো বাইডেন। এ সময় বিমান বাহিনীর কর্মকর্তারাসহ অন্যরা তাকে সাহায্য করতে ছুটে যান। পরে বাইডেনকে উঠে দাঁড়াতে সহায়তা করেন তারা।

আরও পড়ুন : তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

৮০ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এ ঘটনায় তিনি অক্ষত আছেন বলেই জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সাথে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই এক পর্যায়ে ঐ ঘটনা ঘটে।

আরও পড়ুন : সেনেগালে বিক্ষোভ, নিহত ৯

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, সম্পর্কের গভীর টানাপোড়েন সৃষ্টি হলেও চীনের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত বা সংঘর্ষ চায় না। চীন এবং যুক্তরাষ্ট্রকে একসাথে কাজ করতে সক্ষম হওয়া উচিত, যেখানে আমরা জলবায়ুর মতো কিছু বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান করতে পারি।

একই সাথে যুক্তরাষ্ট্র নিজের এবং তার অংশীদারদের স্বার্থের পক্ষে অটল থাকবে জানিয়ে বাইডেন বলেন, তবে আমরা জোরালো প্রতিযোগিতার জন্য প্রস্তুত।

আরও পড়ুন : জুনে বৃষ্টি কম হবে

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ইউক্রেনের প্রতি আমেরিকান জনগণের সমর্থন কমবে না।

এর আগে গত সোমবার (২৯ মে) নির্বাচনে আবারও জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ফোন করে অভিনন্দন জানান জো বাইডেন।

সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কেনার ইস্যুটি সামনে আনেন এরদোয়ান।

উত্তরে সুইডেনের ন্যাটোতে যোগ দানের বিষয়ে তুরস্কের আপত্তি প্রত্যাহারের শর্ত দেন বাইডেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে প্রাণহানি

বাইডেন বলেন, ওয়াশিংটন চায় আঙ্কারা সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে তার আপত্তি প্রত্যাহার করুক।

বৃহস্পতিবার বক্তৃতায় তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে জোট ভাঙার চেষ্টা সত্ত্বেও ন্যাটো শক্তিশালী। সম্প্রতি ন্যাটো জোটে ফিনল্যান্ড যোগ দেওয়ায় এটি আরও শক্তিশালী হয়েছে, এবং শিগগিরই সুইডেনও যোগ দেবে।

বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, এটি ঘটবে (সুইডেন ন্যাটোতে যোগ দেবে), আমি প্রতিশ্রুতি দিচ্ছি।

আরও পড়ুন : শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

সোমবার বাইডেন বলেছিলেন, এ বিষয়ে শিগগিরই প্রেসিডেন্ট এরদোয়ার সাথে আবার কথা বলবেন তিনি। জুলাই মাসে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (৩০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্ককে অবিলম্বে ন্যাটোতে সুইডেনের যোগ দানকে চূড়ান্ত করার আহ্বান জানিয়ে বলেন, ইতোমধ্যেই দেশটি সদস্যপদ নিয়ে আঙ্কারার আপত্তি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদ...

শিরীন পারভীন দুদকের প্রথম নারী মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: দুদকের পরিচালক...

টেম্পুচাপায় কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের কালুর...

মুন্সীগঞ্জে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে চিপস...

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা...

শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধা...

সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে দ...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: গত ২ দিনের তুলনায় মঙ্গলবার ঢাকার তাপমাত্রা...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বুধবা...

গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: গরমের মধ্যে এক গ্লাস ঠাণ্ডা পানি স্বস্তি য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা